হাওড়া: সৌখিন হাতের কাজ শিখে আশার আলো দেখছে হাওড়ার গ্রামীণ মহিলারা। বিশ্বায়নচালিত মেট্রোপলিটন এ ক্রমশ চাহিদা কম হওয়া শিল্পের ক্ষেত্রে নতুন সামগ্রীর মাধ্যমে চাহিদা বাড়ানোর চেষ্টা চলছে। পিছিয়ে পড়া শিল্পে হচ্ছে নতুন করে প্রাণ সঞ্চার। নতুন আঙ্গিকে নব রূপে আনা হচ্ছে মাটির তৈরি জিনিস। আধুনিক সময়ে পিছিয়ে পড়া মাটির শিল্পে আশার আলো দেখাচ্ছে–’ক্রাফটলিপি’। হস্তশিল্পের কারুলিপি ‘ ক্রাফটলিপি ‘ এই প্রতিষ্ঠান গ্রামবাংলার নানা শিল্পকে সাজিয়ে তুলছে নতুন ভাবে। গত ৮ বছরে জৎবল্লভপুরের মাজুগ্রামে মাটির শিল্পকে নবরূপ দান করেছে।